প্রকাশিত: Mon, Nov 6, 2023 8:58 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:12 PM

[১]অবরোধে চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, বগুড়াসহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন

মুরাদ হাসান: [২] বিএনপি- জামায়াতের ডাকা দ্বিতীয় দফা  অবরোধ      সোমবার শেষ হয়েছে। এদিনেও বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদÑ

[৩] প্রতিনিধি এম আর আমিন জানান- চট্টগ্রামে একটি বাস ও একটি সিএনজি-চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

[৪] নগরীর আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়  দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই এলাকায় একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে।

[৫] প্রতিনিধি হাসিব খানের দেওয়া তথ্যে- গাজীপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুরে কে.পি পরিবহন এবং জয়দেবপুর এলাকার বিলাশপুরে গাজীপুর পরিবহন নামে ওই বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। 

[৬] রাজশাহীর মোহনপুরে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট মোড়ের পাশে পেট্রোল বোমা মেরে ট্রাকটিদে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এতে ট্রাকের সামনের অংশ পড়ে গেছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৭] ফেনীতে মাছবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা। জেলা শহরের রামপুর সওদাগর বাড়ি সড়ক ও তাকিয়া রোডে এসব ঘটনা ঘটে। তথ্য পাঠিয়েছেন প্রতিনিধি এমরান পাটোয়ারী।

[৮] জেলা প্রতিনিধি আইনুর ইসলাম জানান- বগুড়ার শাজাহানপুর উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পানিবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে এ ঘটনা ঘটে।

[৯] অবরোধের দ্বিতীয়দিনে কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। সম্পাদনা: তারিক আল বান্না